রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে:: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৮ জুন) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ১২৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জনের পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের পরীক্ষায় ২ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২০ জনের পরীক্ষায় ১ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১২ জনের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ৬ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সাত জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১ জন, নারী ২৩ জন এবং পুরুষ ২৬ জন রয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে ৮টি হাসপাতালে ১২৯ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com