শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থানের পরে যেখানে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক—মাহমুদ টুকু

গণঅভ্যুত্থানের পরে যেখানে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক---মাহমুদ টুকু

লালমনিরহাট প্রতিনিধি:: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা সমসাময়িক কয়েকটি বিপ্লব ইরাক ও মিশরে দেখেছি। যেখানে গণঅভ্যুত্থানের পরে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক। বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ বেশ কয়েকদিন থাকে। এই রেশ যখন জনপতিত হয়, তখন একদল স্বার্থান্বেষী মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা বিএনপি ওই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং আগামীতেও থাকবো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ৮ম দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা বিএনপির সবাই লড়াই করে গণতন্ত্র ফেরত আনবো। এদেশে বিএনপি একটি সুশৃঙ্খল ও জনবান্ধব রাজনৈতিক দল। তাই এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র ফিরে আনবই আনব।

টুকু বলেন, খুনি শেখ হাসিনার আদালত আমাকে ৯ বছরের সাজা দিয়েছিল। ২ বছর হলো দেশে ফিরেছি। আমি হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি, এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণের কোন অর্থ হয় না। খুনি শেখ হাসিনার কাছে আমি মাথা নত করি নাই।

তিনি শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করায় টুর্ণামেন্ট এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে আমাদের যখন মামলা-হামলায় কোনঠাসা করে রেখেছিলো তখন দুলু নানা ধরনের খেলাধুলার মাধ্যমে লালমনিরহাটের বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছেন।

এসময় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু সহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২৮ নভেম্বর ফাইনাল খেলায বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রধান হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com