মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
খুলনা ব্যুরো : খুলনায় বালু বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোপাল ঘরামি নামে এক যুবক নিহত ও এসএসসি পরীক্ষার্থীসহ আরো দু’জন আহত হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টারদিকে তেরখাদা উপজেলার সচিয়াদহ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপাল ঘরামি সাচিয়াদহ গ্রামের মধ্যপাড়ার বলরাম ঘরামির ছেলে। এ ঘটনায় পুলিশ ট্রলির চালকসহ তিনজনকে আটক করেছে।
তেরখাদা উপজেলার সাচিয়াদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাচিয়াদহ আদর্শ নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী মো. সাগর (১৭) তেরখাদা উপজেলা সদরের ইখড়ি-কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে সে তার বন্ধু গোপাল ঘরামিকে (১৮) নিয়ে একই এলাকার প্রদেশের (২২) মোটরসাইকেলে তেরখাদা উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা সাচিয়াদহ বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি দ্রুতগামী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এসএসসি পরীক্ষা মো. সাগর, তার বন্ধু গোপাল ঘরামি ও মোটরসাইকেল চালক প্রদেশ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপাল ঘরামিকে মৃত বলে ঘোষণা করেন। আহত সাগর ও মোটরসাইকেলের চালক প্রদেশের অবস্থা আশঙ্কাজনক।
সাচিয়াদহ পুলিশ ফাঁড়ির আইসি সাইদুল ইসলাম বলেন, ঘাতক ট্রলির চালক মো. নান্নু এবং তার সহকারী ইসমুল চৌহদ্দী ও লিটন কাজীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তেরখাদা থানায় মামলা হয়েছে।