শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী জানিয়ে সাবেক এমপি লালু’র বিবৃত্তি

বগুড়া প্রতিনিধিঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’সহ ৫জনের বিরুদ্ধে মামলার রায়ে সাজা সর্ম্পন্ন অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। বেগম খালেদা জিয়া ও বিএনপি’কে আগামী সংসদ নির্বাচনে বাইরে রাখার ষড়যন্ত্রের নিলনকশার অংশহিসাবে এ মামলার রায়ে সাজা দেওয়া হয়েছে। এ রায় দিয়ে বাংলাদেশের গনতন্ত্র’কে হত্যা করা হয়েছে। এমনকি বিচার বিভাগ’কে কুক্ষিগত করে এ রায় প্রদানে বিচারক’কে বাঁধ্য করা হয়েছে। ফলে এ রায় বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। মানবে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে ৩বারের প্রধানমন্ত্রী গনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া’কে মুক্তি দিন। অন্যাথায় গনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’সহ সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী এবং তীব্র প্রতিবাদ’সহ নিন্দা জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এলাকার সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com