বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ আটক ১২

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: স্বাগত জানাতে এসে আটক হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ১২ জন।

সোমবার দুপুরে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারার চর ও ভেলানগর থেকে তাদের আটক করে পুলিশ।

জানা গেছে, সিলেটের উদ্দেশে বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহর অতিক্রম করে খালেদা জিয়ার গাড়ি বহর। তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়াতে দেয়নি পুলিশ। এ সময় খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা জুতা নিক্ষেপের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।

আটক হওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল প্রমুখ।

এ বিষয়ে জেলা গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘অনেকেই আটক হতে পারেন। আমাদের অনেক টিম মাঠে কাজ করছে। তবে কে কোথায় আটক হয়েছেন তা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com