সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন

ক্যারিয়ারের সেরা অবস্থানে মুমিনুল

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া মুমিনুল হক আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন। ক্রিকেটে সর্বোচ্চ সংস্থাটির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এই টপ অর্ডার রয়েছেন ২৭তম স্থানে।

অন্যদিকে, দুই ইনিংসে ভালো শুরু পাওয়া তামিম ইকবাল রয়েছেন ২১তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বাঁহাতি এই ওপেনারই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে। র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে মাহমুদুল্লাহর অবস্থান এখন ৪৮তম। আঙুলের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিব আল রয়েছেন ২২তম স্থানে। মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ২৫তম স্থানে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট বোলারদের জন্য ভালো কাটেনি। চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের অবস্থান ৭ নম্বরে। আর দুই ধাপ নেমে বোলারদের তালিকায় ৫৯তম স্থানে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। একধাপ করে এগিয়ে বাঁ-হাতি স্পিনার তাইজুল ৩৬ ও অফস্পিনার মিরাজ রয়েছেন ৩৮তম স্থানে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বোলারদের সেরা জেমস অ্যান্ডারসন। অলরাউন্ডারদের শীর্ষে সাকিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution