সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী ফুয়াদ সবার দোয়া চাইলেন

বিনোদন ডেস্ক::
ক্যানসারে আক্রান্ত হয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।রোববার সকালে সামাজিক মাধ্যমে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় নিজের ক্যানসারে আক্রান্তের কথা জানান ফুয়াদ। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যানসার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যানসার হচ্ছে সব ক্যানসারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেক শিল্পী তার সুর আর সংগীত পরিচালনায় গান গেয়ে জনপ্রিয় হয়েছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার নিয়ে বসবাস করছেন ফুয়াদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com