বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

কোন ষড়যন্ত্র না করে দ্রুত নির্বাচন দিন: অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আশফাক

কোন ষড়যন্ত্র না করে দ্রুত নির্বাচন দিন: অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আশফাক

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২৪ মার্চ) নয়াবাড়ি এলাকায় এর আয়োজন করা হয়৷

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওহাব মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসিরুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

তিনি বলেন, দীর্ঘদিন পর আপনাদের সাথে এভাবে একত্রিত হলাম, আমরা যে রোজাগুলো করেছি তা যেন আল্লাহ্ কবুল করে নেন এবং বাকি যে রোজাগুলো আছে সে রোজাগুলো যেন আমাদের সবাইকে রাখার তৌফিক দান করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে একটি ভোটের ব্যবস্থা করে দেওয়া। আমরা দীর্ঘ ১৬ বছর ভোট দিতে পারি নাই। আমরা ভোট দিতে চাই। আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চাই। আমি এই সরকারকে বলব, আপনারা কোন রকম ষড়যন্ত্র না করে, কোনরকম কালক্ষেপণ না করে, দ্রুত নির্বাচন দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক সামসুদ্দিন মেম্বার, দোহার উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান দিনার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বাংলাদেশ , ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক হাজী মতিউর রহমান, নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান পত্তনদার, যুগ্ম আহবায়ক লুতফুর রহমান রতন, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান মাদবর, আব্দুর রাজ্জাক। ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম কিরণ, আব্দুল কাইয়ূম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি প্রিন্স লিন্টন, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: সুজন মিয়া, আলমাস উদ্দিন, ঢাকা জেলা মতসজীবী দলের যুগ্ম আহবায়ক বাবুল মুন্সী, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ওয়াজেদ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাসান মোল্লা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রমেন মন্ডল মিলন, যুবদলের সাবেক সভাপতি মোখলেস হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল হোসেন, সজীব হাসান বাবু, সেচ্ছাসেবকদল নেতা মুরাদ, রাব্বানী, রাকিব, শামীম, আব্দুল জলিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com