বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আবারও জাতীয় ঐক্যের ডাক দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের দলের জাতীয় নির্বাহী কমিটির সভার উদ্বোধনী বক্তব্যে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, বহুদলীয় গণতন্ত্রে মত ও পথের পার্থক্য থাকবে। কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক হতে হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, আসুন। বহুদলীয় গণতন্ত্রে বহু মত ও পথের পার্থক্য থাকবে। কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এক হতে হবে। এই কাজ করলেই জনগণের কল্যাণ, দেশের উন্নতি করা সম্ভব।’
সভায় ১ ঘন্টা ১৫ মিনিটি বক্তব্য রাখেন খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য প্রয়োজন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।’