মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

কোটা সংস্কারের বিষয়ে যেকোনো সময় আলোচনায় রাজি সরকার: আইনমন্ত্রী

কোটা সংস্কারের বিষয়ে যেকোনো সময় আলোচনায় রাজি সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:: কোটা সংস্কার বিষয়ে সরকার যেকোনো সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টার কিছু আগে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে শুনানি এগিয়ে আনতে রোববার সুপ্রিম কোর্টে যাবে। পরে তিনি, ‘দেশের একজন পিতৃতুল্য নাগরিক’ হিসেবে আহ্বান জানান ছাত্ররা যেন আন্দোলন থেকে সরে যায়।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ আজ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে। ইতোমধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com