বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটাব্যবস্থা সংস্কারের নামে আসলে সরকারবিরোধী আন্দোলন করতে চাচ্ছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মতামত ব্যক্ত করেছেন। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন সেটি আদালত কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই। বিচারাধীন বিষয়ে মতামত দেওয়া আদালত অবমাননার শামিল।
সেতুমন্ত্রী বলেন, গতকাল রাতে আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুৎসিত স্লোগান শুনেছি। এতদিন আমরা যে আশঙ্কা করেছিলাম, কোটা সংস্কারের আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলন করতে চাচ্ছে। এর সঙ্গে বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহ আছে, সমর্থন আছে। আমাদের আশঙ্কা গতকাল রাতে আরও স্পষ্ট হয়েছে।