শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ছাত্রদের গণআন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসনকে। নানা পরিবর্তন আর নানা অনিয়ম দূর করে প্রশাসনিক পদে আনা হচ্ছে বড় বড় পরিবর্তন। এরই ধারাবাহিকতায় পুলিশের পর এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) পদে পরিবর্তন আনা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে র্যাবের নতুন মহাপরিচালকের (ডিজি) নিয়োগের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহিদুর রহমান। তিনি এর আগে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরআগে মঙ্গলবার রাতেই মো. ময়নুল ইসলামকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টের (অতিরিক্ত আইজিপি) দায়িত্বে ছিলেন।