শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধিঃঃ
জামায়াত- বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ৭ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানা শাখা যুব মহিলালীগ শান্তি মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শান্তি মিছিলটি কেরানীগঞ্জ উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ঢাকা জেলা যুবমীলীগের আহবায়ক ও কেরানীগঞ্জ উপজেলার সাবেক। মহিলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় যুব মহিলালীগের নেত্রী রেশমাজামান, কুসুমকলি, রোকসানা আক্তার, তানিয়া আক্তার, আসমা আক্তার রিতু, মিথিয়া শেখ, জোসনা কবির, শান্তি বেগম ডালিয়া আক্তার। বক্তারা বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জামায়াত-বিএনপির কোন ধরনের নৈরাজ্যে বা সহিংসতার চেষ্টা করলে তা পরিনাম ভাল হবেনা। তাই আইনের শ্রদ্ধাশীল হওয়ার জন্য জামায়াত-বিএনপির নেতা- সমর্থকদের প্রতি আহবান জানান। তারা হুশিয়ারী দিয়ে বলেন, যুবমহিলালীগ রাজপথে আছে, ভবিষতেও থাকবে।