সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

কেরানীগঞ্জ থানা শ্রমিক লীগের রাস্তায় কঠোর অবস্থান

স্টাফ রিপোর্টারঃঃ জিয়া অরফানেজ ট্র্যাষ্ট মামলার রায়ে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ টায় কেরানীগঞ্জ দক্ষিন কেরানীগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের রাস্তায় কঠোর অবস্থান করেন। পরে একটি মিছিল হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইকুরিয়া বিআরটিএর সামনে এসে শেষ হয়। কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি কাওসার আহমেদ মিছিলে নেতৃত্বে দেন । এসময় কেরানীগঞ্জ দক্ষিন থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার , দক্ষিন থানা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাদিম রহমান ,সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোখলেসুর রহমান , সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠুন ,মোঃ ওমর ,মোঃ নাসির ,মোঃ শাহিন, দুলু বেপারী ও কোন্ডা ইউনিয়ন ৯ ওয়ার্ডের শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন। বক্তারা বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির কোন ধরনের নৈরাজ্যে বা সহিংসতার চেষ্টা করলে তা পরিনাম ভাল হবেনা। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বিএনপির নেতা- সমর্থকদের প্রতি আহবান জানান। তারা হুশিয়ারী দিয়ে বলেন, কোন্ডা ইউনিয়ন শ্রমিকলীগ রাজপথে আছে, ভবিষতেও থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution