সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে প্রানীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা র‌্যালী ও সভা

স্টাফ রিপোর্টারঃ “বাড়াবো প্রাণীজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৩ জানুয়ারী সকাল ১০ টায় কেরানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল । এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহির উদ্দীন , ভেটেরিনারি সার্জন ডাঃ মনছুর আহমেদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহিদুল ইসলাম , উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহফুজা খাতুন , উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। র‌্যালীটি উপজেলা চত্তরে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোনাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এক আলোচনা সভা করে এবং ঐ স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের সিদ্ধ ডিম খাওয়ানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com