মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে ভেতরে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনার শিকার হন ওই শ্রমিকেরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। আজকে লিটন ও রাজন সেখানে কাজে নামলে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।
নিহত শ্রমিক লিটন
তিনি জানান, তাদের লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বর্তমানে ওই শ্রমিকদের মরদেহ সেখানেই রয়েছে।