সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

কুয়াকাটায় সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় চুরি

কুয়াকাটায় সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় চুরি

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি:: কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১টা ৪৫ মিনিটের দিকে বাসায় প্রবেশ করেন। পরে ২টার দিকে চুরি হওয়া রুমে কালেকশনের ২ লাখ ৮৬ হাজার টাকা রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার বাসা চুরি হয়েছে। চোর টাকার সাথে তার স্ত্রীর ৭ ভরি ওজনে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার নিয়ে যায়। বাসার ভিতর থেকে দরজার হুক ভাঙ্গা রয়েছে। তাদের ধারণা আগে থেকেই চোর ঘরের ভেতরে ওৎপেতে ছিল। এ বিষয়ে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন। কুয়াকাটা মহাসড়কের পাশে এমন চুরির ঘটনায় এলাকাবাসী চরম শংকিত।

অন্যদিকে ওই রাতেই সাংবাদিক জুয়েল ফরাজীর বাসায় চুরি সংগঠিত হয়েছে। এতে তার বাড়িতে থাকা নগদ ১০ হাজার টাকা, গলার চেইন আংটিসহ তিন ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com