শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি : “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শনিবার(২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ এরশাদুল হক মিয়া প্রমুখ।