মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি::
কাহারোলে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন শান্তি ও সুষ্ঠ ভাবে সম্পন্ন। ২৯ জানুয়ারী সোমবার উপজেলা পূর্ণভবা মিলনায়তনে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার মোঃ মিজানুর রহমান ভোট গণনা করে জানান, ১নং ব্লকে মোছাঃ কুলছুম আরা বেগম (হরিণ) মার্কায় ১০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী (মুরগ) মার্কায় পেয়েছেন ৬ ভোট এবং ২নং ব্লকে মোছাঃ হোসনেয়ারা বেগম (চাঁদ) মার্কায় ১২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদন্দ¦ী নুরনেহার বেগম (হরিণ) মার্কায় পেয়েছেন ৫ ভোট। উপজেলার ৬টি ইউনিয়নের ১৮ জন ভোটার ভোট প্রদান করেন।