শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের কাহারোলে রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল ও ৪৫০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার। থানা সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টার দিকে দশমাইল দিক হতে মুটুনীর হাটের দিকে একটি ডিসকোভার ১৩৫ সিসি মোটর যোগে ৩ জন মাদক বিক্রেতা আসিতেছিল। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানা অফিসার ইনচার্জের নির্দেশে এস,আই আব্দুর রউফ, এস,আই তাওহিদুল, এস,আই হারুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের পরমেশপুর হাটের পূর্ব মাথায় মোটর সাইকেলটি আটক করলে ২ জন আসামী পালিয়ে যায় এবং স্বপন কুমার সরকার (২৮) কে আটক করে তার পেন্টের পকেট হতে ৪৫০ পিচ ইয়াবা উদ্ধার করে ও তাকে গ্রেপ্তার করে কাহারোল থানায় নিয়ে আসে। এব্যাপারে কাহারোল থানায় স্বপন কুমার সরকারের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিলের ৯(খ) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং- ৮, তারিখ- ০৭-০২-২০১৮ইং। জানা যায়, স্বপন কুমার সরকার উপজেলার ৫নং ইউনিয়নের গড়নুরপুর গ্রামের বঙ্গেশ্বর রায়ের পুত্র।