সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি::
কাহারোলে মোবাইল ও ফ্লেক্সিলোডের দোকানে দুর্ধর্ষ চুরি। কাহারোল উপজেলার কালুর মোড়ে মনোয়ারা শপিং কমপ্লেক্স-এ গত ১৪ জানুয়ারী দিবাগত রাতে অচিন্ত রায়ের মোবাইল কর্নার ও ফ্লেক্সিলোডের দোকানের শাটারের ক্লাম কেঁটে দোকানে ঢুকে প্রায় ৫ লক্ষাধিক টাকার মোবাইল ফোন ও অন্যান্য জিনিস পত্র চোর চুরি নিয়ে যায়। দোকানের মালিক অচিন্ত রায় জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে তার বাড়ি পাহাড়পুর গ্রামে চলে যায়, কিন্তু পরের দিন ১৫ জানুয়ারী বিকাল বেলা দোকানে এসে দেখে তার দোকানের শাটারের ক্লাম কাটা। শাটার খুলে সে দোকানের ভিতরে ঢুকে দেখে তার দোকানের কোন প্রকার মালামাল নাই।