শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

কালীগঞ্জ এম ইউ কলেজিয়েট স্কুলে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জ এম ইউ কলেজিয়েট স্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি শনিবার সকালে নিজস্ব জমির উপর নির্মানাধীন ভবন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার।
জমিদাতা সাবেক মেয়র আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কালীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী বিশ^াস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অপর জমিদাতা মফিজুর রহমান মন্টু, গোলাম সরোয়ার পুটু মিয়া, সামছুল আলম, গোলাম সরোয়ার, সাইফুদ্দিন মিয়া, দাউদ হোসেন, এস,এম এন শওকত আলী বাচ্চু, মোঃ শাহজাহান আলী। সভা পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মনিরুল হক।
কালীগঞ্জের কলেজ মোড়ে জেলা পরিষদ ডাকবাংলোর পেছনে প্রায় এক কোটি টাকা মূলের বিশ শতক জমি বিনা মূল্যে এম ইউ কলেজিয়েট স্কুলের নামে দান করেন কালীগঞ্জের অন্যতম দানবীর সাবেক মেয়র আলহাজ¦ মাহাবুবার রহমান ও তার সহদর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান মন্টু। নিজস্ব জমির উপর নির্মানাধীন ভবন চত্ত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্মাণ কর্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com