বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ইসমাইল হোসেনের পরিবারের হাতে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে সংগঠনের কার্যালয়ে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ অনুদানের টাকা প্রদান করেন।
শ্রমিক নেতৃবৃন্দ জানান, গত ৯ মাস আগে উপজেলা হ্যান্ডলিং শ্রমিক সদস্য ইসমাইল সর্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুররণ করেন। সংগঠনের নিয়ম অনুসারে মৃত শ্রমিক সদস্য ইসমাইল সর্দারের ছেলে লালনের হাতে উল্লেখিত টাকা তুলে দেয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন, উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক ম-ল, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাবেক সভাপতি লিয়াকত হোসেন, সোনা মিয়া , ফজলুল করিম, ইসলাম হোসেন প্রমুখ।