শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবীতে কালীগঞ্জে অবস্থান ধর্মঘট শুরু করেছে পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ জানুয়াারি সোমবার থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। পৌরসভার প্রধান ফটকে তালা লাগিয়ে এ্যাসোসিয়েশনের নেতারা দাবি আদায়ে সে সময় শ্লোগান দিতে থাকেন।
পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল ওহাবের সভাপতিত্বে অবস্থায় ধর্মঘটে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহম্মেদ, কালীগঞ্জ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মুন্সী আবুজাফর, ফিরোজ আহম্মেদ, শিকদার মাসুদ আলম, মনিরুল ইসলাম, ফারুক প্রমুখ। বক্তাগণ বলেন, অবিলম্বে তাদের দাবী মেনে না নিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অবস্থানকালে কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী বিশ^াস আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, কর্মকর্তা কর্মচারীদের দাবী-দাবার বিষয়টি তিনি সরকার প্রধান কে অবগত করবেন।