মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে দুর্ধর্ষ চোরের ছুরিকাঘাতে ছাত্র আহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সামনে জবেদ আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রেজওয়ান (১৫) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
বাড়ির মালিক জবেদ আলীর ছেলে কুদ্দুস বলেন, সকালে বাড়ি তালাবদ্ধ করে আমি বাজারে যায় এবং আমার স্ত্রী ছোট ছেলেকে সাথে নিয়ে স্কুলে যায়। এই সুযোগে চোরেরা তালা ভেঙ্গে চুরি করতে থাকে। আমার বড় ছেলে রেজওয়ান প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় তাকে ঢুকতে দেখে চোরেরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় রেজওয়ানকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে আহত করে। এর আগে চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খাঁন জানান, খবর শুনে সকালেই পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু তালা ও আলমারি ভাঙার কোন আলামত পাইনি। এই বিষয়ে এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com