শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ “তোমার জ্ঞানে আলোয় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৭ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৫শ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বলিদাপাড়াস্থ সুনিকেতন পাঠশালা চত্বরে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এ সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মকবুল হোসেন তোতা, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের সভাপতি শিমুল দাস, অভিভাবক নুরুজ্জামান, শিক্ষার্থী তাসলিম রহমান,সিয়াম, অঙ্কুর, নাফিউল।
সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্য অধিকার নিয়ে আলোচনা করা হয় এবং সব শেষে জেএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ২১০ জন ও পিএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৩শ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।