বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

কালীগঞ্জে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চাকুরি রাজস্ব করনের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিন ব্যাপী অবস্থান কর্মসুচী পালন করেছে। এর ফলে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে অবস্থান কর্মসূচী কর্মসূচী শুরু করে তারা। সে সময় বক্তব্য রাখেন উপজেলা সিএইচসেপির এসোসিয়েশনের সভাপতি মনজুর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো : ইমাম হোসেন প্রমুখ।
মনজুর সিদ্দিক জানান, কমিউনিটি ক্লিনিক গ্রামের হাসপাতাল হিসেবে পরিচিত। ২০১১ সাল থেকে কালীগঞ্জে ২৭টি কমিউনিটি ক্লিনিক সাধারণ মানুষের চিকিৎসা দেবা দিচ্ছে। গত বছর হাইকোর্ট তাদের চাকুরী রাজস্ব খাতে দেবার জন্য রায় দেয়। কিন্তু সরকার টালবাহানা করছে। তিনি আরো জানান, গত ২০১৭ সালে শুধু কালীগঞ্জ উপজেলায় ২৭টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রায় ১ লাখ ৬৬ হাজার ৫শ ৩ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। হাইকোর্টের রায় বাস্তবায়ন ও তাদের যৌতিক দাবি না মানা হলে কঠোর আন্দোলনের যাবে হেলথ কেয়ার প্রোভাইডাররা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com