বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকা মূল্যের ৫শ পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন ও ডিবি পুলিশের এসআই মকলেছুর রহমান। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী জানান, ২৮ জানুয়ারি রোববার সকালে থানার এসআই নিরব হোসেন শহরের নদীপাড়ায় অভিযান চালিয়ে ২৫ পুরিয়া গাজাসহ নাছির খা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে নদীপাড়ার ছমির খা’র ছেলে।
অপরদিকে শনিবার রাতে ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই মকলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ৫শ পিচ ইয়াবাসহ তানিয়া সুলতানা (৩০) ও রাবেয়া বেগম (৩৮) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তানিয়া মাগুরা জেলার দোহারপাড় গ্রামের বিল্লাল হোসেন স্ত্রী এবং রাবেয়া কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ লাখ টাকার ইয়াবা ও গাজাসহ ২ নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। পুলিশ রোববার দুপুরে আসামিদের জেল হাজতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com