শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ২১ জানুয়ারি রোববার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ী গেট মান্দারতলা নামক স্থান থেকে রোববার ভোরে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় গুলি করার চিহ্ন রয়েছে। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে কালো বর্ণের কোর্ট পরা অবস্থায় পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খাঁন জানান, অজ্ঞাত লাশটি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে অন্য কোন স্থান থেকে ধরে এনে এখানে হত্যা করে ফেলে রেখে গেছে।