সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফুলবাড়িয়া আক্কেল আলী বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আসাদুজ্জামান মিয়া।
এছাড়া, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।