বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের মুখে একটি পাইকারী মুদি দোকানের সমস্ত মালামাল লুটপাট করে নিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলার দক্ষিণ ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, দোকান মালিক মনিরুজ্জামান মনির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে দক্ষিণ ভান্নারা এলাকায় দেইয়ু বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক -ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনরত শ্রমিকদের সাথে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়। মালিকপক্ষের ইন্ধনে ওই এলাকার বিএনপি নেতা মনির বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায় এমন অভিযোগ তুলে শ্রমিকরা মনিরের দোকানে হামলা চালায়। পরে ওই দোকান থেকে সমস্ত মালামাল লুটপাট করে নেয় দুর্বৃত্তরা। এতে ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবী করেন, দোকান মালিক মনিরুজ্জামান।