সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মেয়ের মা ফুলতুলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই মেয়ের বাড়ি উপজেলার উত্তর গজারিয়া সে অখিল চন্দ্র মুনি দাসের মেয়ে(৭)।
অভিযুক্ত হলো, উপজেলার উত্তর গজারিয়ার গ্রামের অম্লান চন্দ্র মনি দাসের ছেলে হরেন্দ্র (৩৫)। তিনি দুইজনকের বাবা। তাহার স্ত্রী প্রবাসে থাকেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৭টায় হরেন্দ্র নামে এক যুবক পাশের বাড়ির অখিল চন্দ্র মুনি দাসের মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর নিজ বাড়ির টয়লেটের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ধর্ষণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় পরিবারের লোকজন ও এলাকাবাসী শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এঘটনায় শিশুটির পরিবার আইনের সহযোগিতা নিতে চাইলে স্থানীয় কয়েকজন মাতব্বর মীমাংসা করার কথা বলে তাদেরকে শান্ত করে। মঙ্গলবার সকালে ওই ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য সালিশ বসে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে। এসময় ধর্ষণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার পুলিশের তদন্ত (ওসি) জাফর আলী খাঁন জানান, খবর পেয়ে শিশুটি উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।