সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

কালিয়াকৈরে শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের গণিত শিক্ষক মোতাহার হোসেন টুটুল শিক্ষার্থীদের ক্লাস চলাকালে স্পর্শ কাতর জায়গায় হাত দেওয়া ও শিক্ষার্থীদের কু প্রস্তাব দেওয়া সহ ভিবিন্ন অভিযোগের ভিত্তিতে পদত্যাগের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন।

এসসময় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। এ সময় ঘন্টাখানেক রাস্তা বন্ধ থাকে।

খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে অপসারণ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা সরে যায়। এ সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। দ্রুত শিক্ষকের অপসারণ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ইতিমধ্যেই তার পদত্যাগের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অতি তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com