সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বক্তাকে কুপিয়ে ডাকাতি

কালিয়াকৈরে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বক্তাকে কুপিয়ে ডাকাতি

আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রধান বক্তাকে কুপিয়ে যখম করে ডাকাতির ঘটনা ঘটেছে।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে , সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাওলানা মো. জহিরুল ইসলাম জিহাদী কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কোটবাড়ি গ্রামে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাইকপাড়া স্ট্যান্ডের কাছাকাছি আসলে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে।

এরপর তারা লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং তাকে, তার সফরসঙ্গী ও গাড়ির ড্রাইভারকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তারা নগদ ৩৫ হাজার টাকা ও সবার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

মাওলানা মো. জহিরুল ইসলাম জিহাদীর মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, আমাদের টিম ওই এলাকায় ডিউটিতে ছিল, তবে এলাকা বড় হওয়ায় হয়তো নজরে আসেনি। এখনো কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com