মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

কালিয়াকৈরে ফুটপাত দখল মুক্ত রাখতে নতুন বাজার উদ্বোধন

কালিয়াকৈরে ফুটপাত দখল মুক্ত রাখতে নতুন বাজার উদ্বোধন কালিয়াকৈরে ফুটপাত দখল মুক্ত রাখতে নতুন বাজার উদ্বোধন

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ফুটপাতে অবৈধভাবে দোকানপাট মুক্ত রাখতে গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুত বাজার এলাকায় আয়শা সুপার মার্কেট নামে রবিবার বিকালে নতুন বাজার উদ্ধোধন করা হয়েছে । স্থানীয় সমাজ সেবক সাহাজুল ইসলামের উদ্যোগে এ নতুন কাঁচা বাজার উদ্ধোধন করেন গোমতি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আক্তার ।

এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা সমাজ সেবা র্কমর্কতা মিজানুর রহমান,গোমতি টেক্সটাইলের র্নিবাহী পরিচালক জাহিদুর রহমান আনিস,সমাজ সেবক আজিজুল ইসলাম আজিজ প্রমুখ ।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

পৌর ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা সমাজ সেবা র্কমর্কতা মিজানুর জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুত বাজার এলাকায় দুই পাশের ফুটপাত দখল করে কাঁচা বাজারসহ বিভিন্ন দোকান পাট বসে যার ফলে জনসাধারনের চলাচলে সমস্যা হয় ।

এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয় । মাঝেমধ্যে সড়ক দূর্ঘনাও ঘটে । তাই মহাসড়কে ফুটপাত দখল মুক্ত রাখতে ও সাধারন মানুষের রোজগারের কথা চিন্তা করে মহাসড়ক থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় খালি
জায়গায় বাজার বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com