বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ওলামা মাশায়েখের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ডে এলাকায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও বাংলাদেশের জামায়াতে ইসলামের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কালিয়াকৈর পৌর শাখার আমির ইয়াছিন মৃধার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের ইসলামীর ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল। ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফিউদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা মোজ্জামেল হক, মাওলানা শামসুল আলম, মুফতি এমদাদুল হক সহ বিভিন্ন মুসল্লীগন।