রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানযট নিরসনে সরকারি বেসরকারি সকল দফতরের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে কালিয়াকৈরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সড়ক বিভাগ এবং শ্রমিক ফেডারেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, নাওজোড় হাইওয়ে থানায় ওসি রইজ উদ্দিন, কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন যুবায়ের আহমেদ, জেলা পুলিশের টিআই এডমিন শাহাবুদ্দিন আহমেদ। এসময় বক্তরা আসন্ন ঈদ যাত্রা নির্বিগ্ন করতে সকল শ্রেনী পেশার মানুষকে আহবান জানান।