শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হুশিয়ারি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যেখানে সপ্তাহে ৩ থেকে ৪ দিন আদালতে যেতে হবে আর প্রধানমন্ত্রী হেলিকাপ্টারে চড়ে ভোট চেয়ে বেড়াবেন সেখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
সরকারের উন্নয়ন কর্মসূচির কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। তাদের উন্নয়ন শুধু মাত্র একটি গোষ্ঠির জন্য। আর সে গোষ্ঠি যারা ধনী তারাই ধনী হচ্ছে। এমন তাদের উন্নয়ন যে আজ ঢাকায় গাড়ি চলে না। ঘন্টার পর ঘন্টা পথেই বসে থাকতে হয়।
ফখরুল বলেন, আমাদের কথা পরিস্কার বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে নির্বাচন চাই। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যে নির্বাচনে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের যে ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে তা ফিরিয়ে আনতে সবাইকে জেগে উঠতে হবে। সজাগ হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলাদলের নেতাকর্মীরা।