শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

কারাগার থেকে পালানো ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো অধরা

কারাগার থেকে পালানো ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো অধরা

অনলাইন ডেস্ক:: ৫ আগস্ট দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সেদিন ৭০০ কারাবন্দী জেল থেকে পালিয়ে যায়, যাদের মধ্যে ৭০ জন জঙ্গিও রয়েছে। এ ছাড়া দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সেজন্য প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।

পুরনো ও ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কারের প্রয়োজনীয়তা জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়গুলো জানে। এগুলো দ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার।

এ সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য, তাদের তা নিশ্চিত করা হচ্ছে।

কারা মহাপরিদর্শকের বক্তব্য মতে, ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে ২২শ আসামি পালিয়ে যায়, যাদের ১৫শ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে ৭০ জন ফাঁসি ও আলোচিত মামলার আসামি এখনো পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে কারারক্ষী কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com