বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

কানজয়ী অভিনেত্রী এমিলি আর নেই

কানজয়ী অভিনেত্রী এমিলি আর নেই

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি ডেকুয়েন আর নেই।

রোববার ফ্রান্সের এক হাসপাতালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩।

নেত্রীর পরিবার সংবাদ মাধ্যম এএফপিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমা বিনোদন জগতে।

২০২৩ সালে এমিলি জানান, তিনি এক বিরল প্রকারের ক্যানসারে আক্রান্ত। টানা দুই বছর রোগটির সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি।

১৯৯৯ সালে দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমা ‘রোসেত্তা’–তে দুর্দান্ত অভিনয়ের জন্য কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমিলি; সিনেমা স্বর্ণপামও জয় করেন তিনি। এরপর তিনি ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন।

গত বছর ২০২৩ সালে এমিলি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ২৫তম বার্ষিকী। এছাড়া তিনি উৎসবে ডিজাস্টার থ্রিলার সিনেমা ‘সারভাইভার’–এর প্রচারণাতেও অংশ নেন। সেটিই ছিল প্রকাশ্যে তার শেষ উপস্থিতি। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com