রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটিঘাটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।
রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি নাসির উদ্দিন জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাসের সঙ্গে কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় নারী, শিশুসহ তিন জন নিহত হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।