শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:: ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে সম্মানিত হলেন শাহরুখ খান। বিখ্যাত গায়ক ও সুরকার স্যার এলটন জন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেটে ব্ল্যানশেটও এবার সম্মানিত হয়েছেন। ভারতে শিশু ও মহিলাদের অধিকার সুরক্ষায় কাজ করেছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মির ফাউন্ডেশন। তারই সুবাদে এই সম্মান পেলেন শাহরুখ।
ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত হয়ে শাহরুখ বলেন, আমি আপ্লুত। স্যার এলটন জন ও কেট ব্ল্যানশেটের মতো দুই ব্যক্তিত্বের সঙ্গে সম্মানিত হওয়া আমার কাছে সৌভাগ্যের।
মির ফাউন্ডেশন অ্যাসিড এবং আগুনে আক্রান্তদের সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য কাজ করছে। ফাউন্ডেশনের তরফে আক্রান্তদের চিকিৎসা করানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য দেওয়া হয় ভোকেশনাল ট্রেনিং। ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনি সহায়তাও করা হয়। ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চাইল্ড কেয়ার ইউনিট ও ফ্রি বোর্ডিং সেন্টারের ব্যবস্থাও করে মির ফাউন্ডেশন।
শাহরুখ বলেন, মির ফাউন্ডেশনের মহিলা ও শিশুদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের সঙ্গে আমি কাজ করেছি। ওরাও আমার পাশে ছিল সব সময়। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে এই খেতাব ওদের সাহসিকতার পরিচয়। এটাই আমার প্রাপ্তি। আমি আমার বোন, স্ত্রী ও মেয়েকে ধন্যবাদ জানাতে চাই। ওরা আমাকে সব সময় শিখিয়েছে জোর না করে, কীভাবে মেয়েদের সম্মান করতে হয়।
এর আগে অমিতাভ বচ্চন, এ আর রহমান ও শাবানা আজ়মি ক্রিশ্চাল অ্যাওয়ার্ড পেয়েছেন। চতুর্থ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন শাহরুখ খান।