শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক:: আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিলো লাল-সবুজ জার্সিধারীরা। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশরা নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে। জবাব দিতে নেমে ৩৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।

১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫ রানের মাথায় মুর্শিদা খাতুনকে হারালেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। ৮৫ রানের জুটি গড়েন আগের ম্যাচেও আলো ছড়ানো ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা। দলীয় ১০০ রানের মাথায় হাফ সেঞ্চুরি করে ফেরেন ফারজানা। এরপর বাংলাদেশের একটু বিপদে পড়ে। ১২৯ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় টাইগ্রেসরা। ১০৭ রানে শারমিন (৪৩) ও ১২৯ রানে ফেরেন সোবহানা মোস্তারি (১৬)।

৪ উইকেট হারালেও বাংলাদেশকে বিপদে পড়তে দেননি অধিনায়ক জ্যোতি। ৩৯ বলে ৪০ রান করে দলকে জয়ের একেবারে কাছে নিয়ে আউট হন তিনি। ৪টি চারের সঙ্গে ১টি ছক্কা ছিল তার ইনিংসে। স্বর্ণা আক্তার ২৯ বলে ২৯ ও ফাহিমা খাতুন ৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

এর আগে, ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের দলীয় ৯ রানে প্রথম উইকেট তুলে নেন সুলতানা খাতুন। এরপর ১৩ রানে থাকা আরেক ওপেনার সারাহ ফোর্বসকে এলবি করেন নাহিদা আকতার। তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন অধিনায়ক অ্যামি হান্টার। তিনি ৮৮ বলে ৮টি চারে ৬৮ করে স্বর্ণা আকতারের বলে আউট হন।

এছাড়া অরলা প্রেনডারগাস্ট ৩৭ ও লরা ডেলানি ৩৩ রান করেন। তবে বাংলাদেশি বোলারদের দাপটে শেষ দিকের ব্যাটাররা ভালো খেলতে না পারায় স্কোর বড় করা হয়নি আয়ারল্যান্ডের। বাংলাদেশি বোলারদের মধ্যে সুলতানা সর্বোচ্চ ২টি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন নাহিদা ও স্বর্ণা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com