সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

একদলীয় দু:শাসনকে প্রলম্বিত করার উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে -খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টারঃঃ
একটি সাজানো মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারারুদ্ধ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ৮ফেব্রুয়ারী বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে ও দেশে একদলীয় দু:শাসনকে প্রলম্বিত করার হীন উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে। দেশের একজন জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সুদূরপ্রসারী নীলনক্সার অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগ মূহুর্তে এ রায় ঘোষনা করা হলো। এতে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। সাজানো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রদত্ত প্রতিহিংসামূলক ও ন্যায়ভ্রষ্ট এ রায় দেশবাসী কখনোই মেনে নেবে না।
বিবৃতিতে নেতৃদ্বয় ন্যায় বিচারের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে, একটি সুষ্ঠু ও অংশগ্রহনমূলক জাতীয় নির্বাচনের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com