শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

এই সপ্তাহে বসছে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বহুল আলোচিত পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান এই সপ্তাহের মধ্যেই বসছে। এছাড়া সেতুর কাজের অগ্রগতি অনেক দূর এগিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়মী লীগের সাধারণ সম্পাদক, সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এখন পর্যন্ত সেতুর ৫১ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো হবে চলতি সপ্তাহে।

আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি আরও বলেন, নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। পৃথিবীর অন্যতম দীর্ঘতম সেতু এটি। আমরা পুরোপুরি আশাবাদী সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ হবে। মাওয়া প্রান্তে ২৪০টি পাইলিংয়ের মধ্যে ৯৩টির কাজ শেষ হয়েছে। ১১টির কাজ আংশিক হয়েছে। জাজিরা অংশে ১৯৯টি পাইলিংয়ের মধ্যে সবক’টি শেষ প্রায়। সূত্র: যমুনা টিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com