শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

উলিপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা আব্দুল খালেক

উলিপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা আব্দুল খালেক

কুড়িগ্রাম প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষোষিত ৩১ দফা বাস্তবায়নে কুড়িগ্রামের উলিপুরে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা রংপুর বিভাগেরসহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উলিপুর পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারনের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল, মঈন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম প্রমুখ।

রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রুপরেখা হবে একটি সুখী, সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ। তিনি আরো বলেন, ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে আব্দুল খালেক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন খুন-গুম ধর্ষণ করেছে, একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com