সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ

উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: “এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক সংগঠন ফিনিক্স এর আয়োজনে উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মাদকের কুফলসহ সামাজিক সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটর।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল ক্বাফি, ফিনিক্স এর সহ-সভাপতি আব্দুল আজিম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম রাব্বী প্রমুখ।

শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসাবে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। পরে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com