বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘পিএলও’। এ দলটি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন পরিচালিত রাজনৈতিক সংগঠন। সংগঠনের নেতারা মাহমুদ আব্বাসকে নিরাপত্তা পরিষদের ভাষণে দলটির অবস্থান স্পষ্ট করার প্রতি জোর দিয়েছেন।
রোববার আল আরাবিয়া জানায়, ফিলিস্তিনের রামাল্লায় দলটি নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটি ইসরায়েলের সঙ্গে সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। আগামী ২০ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে মাহমুদ আব্বাসের ভাষণের সফলতার দিকে দলটির মনযোগ বলে বিবৃতি বলা হয়।
পিএলও জানায়, সাধারণ পরিষদে মাহমুদ আব্বাসের ভাষণ প্রমাণ করবে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে ফিলিস্তিন সঙ্কট সমাধান করতে চায়। দলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে নেয়। সেইসঙ্গে প্যারিসে ইসরায়েলের সঙ্গে চুক্তিকৃত অর্থনৈতিক সমঝোতা থেকেও বের হয়ে আসে। সূত্র: আল আরাবিয়া