শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৩১

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক:: গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (৩ নভেম্বর) আকাশ ও স্থল অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের প্রায় অর্ধেকই উত্তরাঞ্চলের। ইসরায়েলি সেনাবাহিনী এক মাস ধরে সেখানে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, এই হামলা হামাসকে পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনিরা এই হামলাকে ‘জাতিগত নির্মূলকরণ’ হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, গাজার উত্তরাঞ্চলীয় দুইটি শহর ও একটি শরণার্থী শিবির খালি করার উদ্দেশ্যে হামলাগুলো চালানো হচ্ছে।

ইসরায়েল এ দাবি প্রত্যাখ্যান করেছে। তারা সেখানে থেকে হামলা চালানো হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com