সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন

ইরাকে তুরস্কের বিমান হামলায় ৪৯ কুর্দি বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকে তুরস্কের বিমান হামলায় ৪৯ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিদ্রোহীদের লক্ষ্য করে উত্তরাঞ্চলের ১৯টি স্থানে হামলা চালানো হয়েছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী। খবর রয়টার্স।

একটি লিখিত বিবৃতিতে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সোমবার কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদ্রোহীরা তুর্কি সীমান্তে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তুর্কি বাহিনী বিদ্রোহী গোষ্ঠীর আশ্রয়, গোপন আস্তানা এবং অস্ত্র মজুদের স্থানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে।

১৯৮০ সাল থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পিকেকের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কুর্দি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে থাকে। দু’পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com